Hari Ghosher Gowal [Title Track]

Indranil Aich, Nilanjan Chakraborty, PIJUSH SAHA

চৈতন্য নিয়মে, চারখানা বয়মে, অনাচার হাসিয়া বেড়ায়
বেড়ে ওঠা কম্বল, যৌবন সিম্বল, মাঝরাতে আঙিনা লুটায়।

এসো বস্! তোমায় ব্রিফ দিই এই বিন্দাস গোয়ালের,
তুলসীর টবে গাঁজা জন্মায়, মায়ার হোস্টেলে।
এক সমুদ্র সানি লিওন রাতের মন্দাতে, মুলো ছুলে নুন ছেটালো ব্লু-রে ফরম্যাটে।

কেরিয়ার ভুলে যা, পাগলা ক্ষীর খা, সমাজের বিড়ি তে টান দিয়ে যা।

চৈতন্য বদনে, ব্যাথা পাওয়া মননে, ক্যাটরিনা ঠুমকা লাগায়,
সে ঠুমক দেখিয়া, হরি ঘোষ কাপিয়া, মাঝরাতে আঙিনা লুটায়।

এরা মাথা মোটা, ট্যাকে বেকার ভাতা, কচি শাহরুখ খানের ভাগ্নে,
তাই মোচার খোঁচায়, এরা বগল বাজায়, পরে কাদায় হ্যাঁচকা টানে।
এরা ভালো ছেলে, তবে সন্ধে হলে
সোনা ছেলে আলো জ্বেলে, দাঁত দিয়ে ছিপি খুলে দুচুমুক চুমু খেয়ে ট্যাল।

এর ফান্ডা আলাদাই, এরা লাদেনের জামাই
তাই ঘুমের মাঝখানে খুচিওনা, পুঁতে দেবে।
শালা পাক্কা ঝানু মাল, কানে পৈতে ফুল বাওয়াল
তোর নিজের বাজারেই কিনে তোকে বেঁচে দেবে।

কেরিয়ার চেপে চপ, হ্যারিকেন ঝোলানো
সমাজের ডান্ডায়, ফুল মারালো।

চৈতন্য আদরে, ল্যাজ কাটা বাদরের, চক্ষু ডিভাইডারে রয়
ঝুকে বলে মাইয়্যা, দেখি ওগো ভাইয়া, পাজামায় ধুকুপুকু হয়।

পোরে গান্ধি চুরুটে, ধোঁয়া ডলারে ওরে
অডি-পর্শে-মার্সিডিজ চেপে ঘোরে, ফ্যা-ফ্যা করে;
ইয়ে সপনে হে ইনকে, জো দিলসে লিখখে হে
আওর আখোসে জিদ্দি, শোলে হে ইয়ে, ভোলে হে ইয়ে।

কেরিয়ার ভুলে যা, পাগলা ক্ষীর খা, সমাজের বিড়ি তে টান দিয়ে যা।

চৈতন্য ভায়ভে, হোস্টেল লাইফে, এরা সব মস্তি লুটায়
ভালো-মন্দ মিশে, ফিলিমের শেষে হ্যাপি এন্ডিং হবে ভাই

Músicas mais populares de Indra

Outros artistas de Electronica