Khelbo Holi
ডুলুং ধারে ধামসা মাদল,
বাজছে দমহে আজ
কেষ্ট ছোড়া খেলছে হোলি,
মন মজানো সাজ
রং ধরেছে পলাশ ফুলে,
রঙ্গিন হল প্রান
আর লাগে না মন ঘরেতে
বলছে গেয়ে গান
চলো সই খেলবো হোলি,
আজকে তোমার সনে
সাজবো প্রেমের রঙে
মধুর বৃন্দাবনে
প্রেমের এই বসন্ত যে,
আসলো খুশির ক্ষণে
পলাশের দখিন হাওয়া
বইলো মনের কোণে
বাজে আজ শ্যামের বাঁশি,
ও নয়ন সর্বনাশী;
সোহাগের পরশ পেলাম
মনের আঙিনায়...
খেলবো হোলি, সবাই মিলে,
আজকে এই রঙের মেলায়
খেলবো হোলি, দুজন মিলে
ডুবে প্রেমের দরিয়ায়
খেলবো হোলি, দুজন মিলে
ডুবে প্রেমের দরিয়ায়
সোনার বরণ অঙ্গ রাইয়ের,
লাজুক লালেই লাল
কাজল কালো চোখে রাধের;
মাতে নন্দলাল
কুঞ্জ বনের প্রেমের খেলায়,
বসন্তের এ গান
আবীর লালে সাজবে ভুবন,
ভুলবে অভিমান
রেখো না মন উদাসী,
বাঁধ ভেঙে সুখের হাসি
মরমে লাগলো ফাগুন
সুরের লহমায়...
খেলবো হোলি, সবাই মিলে,
আজকে এই রঙের মেলায়
খেলবো হোলি, দুজন মিলে
ডুবে প্রেমের দরিয়ায়
খেলবো হোলি, দুজন মিলে
ডুবে প্রেমের দরিয়ায়