Ebarer Pujote Lal Sari Nebo

SUMAN PAL

এবারের পূজোতে লাল শাড়ি নেব,
বাহারি খোঁপাতে লাল ফুল দেব।

না দিলে লাল শাড়ি,
যাব বাপের বাড়ি
ভেবনা কখনই ফিরে আসবো
এবারের পূজোতে লাল শাড়ি ননেব।

সপ্তমীতে বালু-চরি অষ্টমীতে তসর,
নবমীতে তাঁতের শাড়ি,পরবো যে এ বছর
না দিলে সোনার চুড়ি,
আর করবোনা সংসারি
কি করে সমাজে মুখ দেখাবো।

দশমীতে দশভুজা
ভাসান যাবার পরে,
কথা দাও বেড়াতে যাবে
পাহাড় নয় সাগরে।

না দিলে কথা,
আর থাকবোনা এই ঘরে
কি করে তোমাকে সাথী মানবো।

না দিলে লাল শাড়ি,
যাব বাপের বাড়ি
ভেবনা কখনই ফিরে আসবো
এবারের পূজোতে লাল শাড়ি নেব

Curiosidades sobre a música Ebarer Pujote Lal Sari Nebo de Alka Yagnik

De quem é a composição da música “Ebarer Pujote Lal Sari Nebo” de Alka Yagnik?
A música “Ebarer Pujote Lal Sari Nebo” de Alka Yagnik foi composta por SUMAN PAL.

Músicas mais populares de Alka Yagnik

Outros artistas de Indie rock